ভাঙ্গুড়ায় গ্রাম আদালত বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়ন ও পার-ভাঙ্গুড়া ইউনিয়নের ২২জন ‘ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে’ গ্রাম আদালত বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল থেকে উপজেলার মিলনায়তনে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সরকার, ইউরোপীয়ান ইউনিয়ন এবং ইউএনডিপি এর আর্থিক সহায়তায় পরিচালিত বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় দুই দিন ব্যাপি রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মশালা উদ্ভোদন করেন ভাঙ্গুড়া সহকারি কমিশনার (ভূশি) মোঃ রাফিউল আলম, এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ গ্রাম আদালত প্রকল্পের জেলা সমন্বয়কারী মোঃ জুলফিকার ইসলাম ও উপজেলা সমন্বয়কারী মোঃ বিপ্লব হোসেন।
Spread the love