ভাঙ্গুড়ায় জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৮

ভাঙ্গুড়া (পাবনা)প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারীসহ ৮জন আহত হয়েছেন। শনিবার বিকেলে ভাঙ্গুড়া পৌর সদরের দঙ্গিণ মেন্দা ফকিরপাড়া মহল্লায় এঘটনা ঘটে।

জানা গেছে, রেজ্জাকুর হায়দার শনিবার ঐ বিরোধপূর্ণ খেসারী ঘাসের জমিতে গরু বেধে দেন। একই জমির দাবিদার ফরিদ আহমেদ বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় তারা লাঠি-সোটা নিয়ে একে অপরের উপর হামলা চালান। এতে নারীসহ উভয় পক্ষের ৮ব্যক্তি আহত হন।

এদের মধ্যে ৭ জনকে সন্ধ্যায় উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভাঙ্গুড়া থানার এসআই সুভাষ চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।

সন্ধ্যায় রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষের মামলার প্রস্তুতি চলছিল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!