ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত কিশোরের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, ভাঙ্গুড়া : পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার ভাঙ্গুড়ার বড়ালব্রিজ রেল স্টেশনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে ঐ কিশোর বড়ালব্রিজ রেল স্টেশনের পশ্চিমপাশে রেল লাইনের ধারে বসেছিল। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৭৯২ নং বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রেল লাইনের নিচে ছিটকে পড়ে কিশোর। এতে তার মাথায় গুরুত্বর আঘাত প্রাপ্ত হয়ে ঘটনা স্থলেই মৃত্যু হয়।
নিহত কিশোরের পরণে ছিল খয়েরী রঙের জ্যাকেট ও নীল রঙের ফুল প্যান্ট।
ঘটনার সত্যতা স্বীকার করে বড়ালব্রিজ স্টেশনের বুকিং সহকারি মেহেদী মামুন বলেন, ঘটনার পরপরই সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে।
Spread the love