ভাঙ্গুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত মহিলার মৃত্যু

পিপ (পাবনা) : পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৬৫) এক মহিলার নির্মম মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সোয়া ১২টার দিকে বড়ালব্রিজ ও ভাঙ্গুড়া স্টেশনের মধ্যবর্তী দক্ষিণ সারুটিয়া এলাকার রেল লাইনের উপর এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, নিহত বৃদ্ধ মহিলা একজন ভিক্ষুক। তবে তার নাম ঠিকানা কেউ জানেন না। ধারণা করা হচ্ছে নিহত বৃদ্ধা মহিলা কনে কম শুনতো। ঘটনার দিন সে বড়াল ব্রিজ থেকে ভাঙ্গুড়া স্টেশনের দিকে যাচ্ছিল এমন সময় ৩১১০ নং মৈত্রি এক্সপ্রেস ঢাকা টু কালকাতা গামী ট্রেন খানি তার নিকটে চলে আসে। এ সময় একাধিক বার বাশি দিলেও সে রেল লাইন থেকে না সরে যাওয়ায় ট্রেনের নিচে পড়ে কেটে দুভাগ হয়ে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায় এবং ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার পাশে পলিথিনের প্যাকেটে থাবার পড়ে থাকতে দেখো গেছে।

এ ঘটনার সত্যতা স্বীকার করে ভাঙ্গুড়া স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল মালেক বলেন, সিরাজগঞ্জ রেল পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

এ ব্যপারে সিরাজগঞ্জ থানার রেল পুলিশের এএসআই বিপ্লব হোসেন জানান, আমরা খবর পেয়েছি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!