ভাঙ্গুড়ায় দশদিনব্যাপী বৈশাখী মেলা শুরু
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া পৌর সদরের বড়ালব্রীজ খেলার মাঠে তরঙ্গ নাট্যশিল্প গোষ্ঠীর আয়োজনে দশ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু হয়েছে।
মঙ্গলবার রাতে সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনির সভাপতিতে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ বাকি বিল্লাহ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা খাতুন পাখি, পাবনা জেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান গুলশাহানারা লিপি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজাদ খাঁন ও হাদল ইউপি চেয়ারম্যার সেলিম প্রমুখ।
পরে উপজেলা শিল্পকলা একাডেমি কর্তৃক এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
Spread the love