ভাঙ্গুড়ায় দুর্নীতি বিরোধী দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক, ভাঙ্গুড়া : পাবনার ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ইউএনও সৈয়দ আশারাফুজ্জামান এর সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ মোঃ বাকি বিল্লাহ, সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আলহাজ মাহমুদা খাতুন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুব-উল-আলম, জেলা পরিষদ সদস্য গুলশাহানারা পারভিন লিপি ও মোঃ আসলাম আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু ও আজিদা খাতুন পাখি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাৎ জাহান প্রমুখ। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথ ভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।
এর আগে সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজে প্রতিরোধ কমিটি ও সততা সংঘের সদস্যরা জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে দিবসের শুভ সূচনা করেন।।