ভাঙ্গুড়ায় নদীর মাটি বিক্রয়ের মহাউৎস চলছে

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় গুমানি নদীর মাটি ইট ভাটায় বিক্রয়ের মহাউৎসবে মেতে উটেছে স্থানীয় প্রভাবশালী নেতা ও ইটভাটার মালিকরা। উপজেলার অষ্টমনিষা এলাকা থেকে প্রকাশ্যে নদীর মাটি বিক্রয় করছে ইটভাটায় ও বিভিন্ন মানুষের কাছে।

অভিযোগ উঠেছে, এই মাটি বিভিন্ন মানুষের কাছে ও পার্শ্ববর্তী ইটভাটাতে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এলাকার কিছু প্রভাবশালী বয়লার নেতারা।
বৃহস্পতিবার অষ্টমনিষা ইউনিয়ন পরিয়দের পাশে সরেজমিনে গিয়ে দেখা যায় নদীর দুইধারে একাধিক এস্কেভেটার (ভেকু) দিয়ে চলছে নদীর মাটি কাটা।

মাটি কাটার ম্যানেজার অষ্টমনিষা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ও ভেকুর চালক খোকন ও মাটি বহন কারী কুত্তা গাড়ির চালক সাগর আলীর সাথে কথা বলে জানা যায় নদীর মাটি পার্শ্ববর্তী অষ্টমনিষার কল্লোলের ভাটায় মাটি বিক্রি হচ্ছে। একাজে নিয়োজিত রয়েছে ১০-১২টি মাটি বহনকারী কুত্তা গাড়ি।

মাটি কাটার ম্যানেজার সাইদুল ইসলাম বলেন, গত বছর এ নদী খনন করে দুই পারে মাটি রাখে তাই মাটিগুলো ইট ভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রয় করা হচ্ছে।

এবিষয়ে বিআইডাব্লুটিএ অফিসার মো: জাহাঙ্গীরের কাছে মাটি বিক্রয়ের বিষয় জানতে চাইলে তিনি বলেন ব্যবস্থা গ্রহন করা হবে। তবে তিনি সংবাদ না করার জন্য অনুরোধ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান বলেন, নদীর মাটি বিক্রয়ের কোন সুযোগ নেই, এ বষয়ে আইন গত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!