ভাঙ্গুড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, ভাঙ্গুড়া : পাবনার ভাঙ্গুড়ায় পুকুরের পানিতে ডুবে সুশান্ত কুমার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার দিলপাশার ইউনিয়নের বেতুয়ান হলদারপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শিশু সুশান্ত ওই গ্রামের শ্রী নারায়ন চন্দ সরকারের ছেলে।
জানা গেছে, বেতুয়ান হলদারপাড়া দুর্গামন্দিরে চারদিনব্যাপি নামকীর্তন অনুষ্ঠান চলছিল। সন্ধ্যার দিকে অনুষ্ঠান দেখে মা পঞ্চমীরাণী সুশান্তকে নিয়ে বাড়িতে আসে।
রাত আটার দিকে সুশান্তকে ঘরের মধ্যে রেখে মা পঞ্চমীরাণী ঘরের পাশেই রান্না করছিল। রান্না শেষে মা পঞ্চমীরাণী ঘরের মধ্যে এসে সুশান্তকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত দশটার দিকে বাড়ির পাশে পুকুরে ভাসমান অবস্থায় পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত এগারোটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিলপাশার ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আক্কাজ আলী সরকার এ তথ্য নিশ্চিত করেন।