ভাঙ্গুড়ায় পুলিশ সেবা সপ্তাহ উদযাপন
ভাঙ্গুড়া(পাবনা) প্রতিনিধি : পাবনা জেলার ভাঙ্গুড়া থানা পুলিশের আয়োজনে পুলিশ সেবা সপ্তাহ উদযাপন হয়েছে। এ উপলক্ষ্যে সকাল সাড়ে ১০টায় ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ মাসুদ রানা’র সভাপতিত্বে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালিটি থানা চত্বর থেকে শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় থানার সামনে এসে শেষ হয়। এর আগে ভাঙ্গুড়া পৌর সভার মেয়র গোলাম হাসনাইন রাসেল কবুতর ও বেলুন উড়িয়ে পুলিশ সেবা সপ্তাহের কার্যক্রম উদ্বোধন করেন। এসময় থানার উপ-পরিদশক(এসআই)মুহাম্মাদ হাসানুর রহমান,আব্দুল রহিম,সুভাষ বিশ্বাস,আনিছুর রহমান,এএসআই সাজেদুর রহমান,রাজু আহম্মেদ,সেলিম রেজা ও মুকিমসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ওসি মাসুদ রানা বলেন,পুলিশের সেবা জনগনের দোরগোড়ায় পৌছে দেয়ার জন্যই আমরা পুলিশের সেবা সপ্তাহ উদযাপন করছি। তিনি আরও বলেন,থানার সম্মুখে অস্থায়ী ক্যাম্প বসিয়ে পুলিশ কর্মকর্তারা সাধারণ মানুষের আইনি সেবায় ২৪ ঘণ্টা কাজ করবেন আগামী ০২ ফেব্রুয়ারি পর্যন্ত।