ভাঙ্গুড়ায় বসত বাড়িতে অগ্নিকান্ডে ২ লাখ টাকার ক্ষতি

ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা : পাবনার ভাঙ্গুড়ায় একটি বসত বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে পরিবারের লোকজনের দাবি করেছে ।

আজ শুক্রবার সকাল ৯ টার দিকে পৌর শহরের মাষ্টার পাড়া মহল্লার অবসরপ্রাপ্ত সেনাসদস্য আব্দুল হান্নানের বাড়িতে অগ্নিকান্ডের এ ঘটনাটি ঘটে। জানাগেছে, সকাল ৯ টার দিকে বাড়ির সবাই রান্না ঘরে সকালের খাবার খাচ্ছিলেন ।

এ সময় হঠাৎ করেই শোবার ঘরে আগুন লেগে মুহুর্তেই পুরো বাড়িতে তা ছড়িয়ে পড়ে। এতে নগদ ২০/২৫ হাজার টাকা ও ঘরের আসবাবপত্রসহ প্রায় ২ লাখ টাকার মালামাল পুড়ে যায়।

খবর পেয়ে চাটমোহর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্টিক থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। ওয়ার্ড কমিশনার রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!