ভাঙ্গুড়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া উপজেলার বেতুয়ান বৃলাহিড়ীবাড়ী উচ্চ মাধ্যমিক স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের মাঠে মশাল জ্বালিয়ে ক্রীড়া অনুষ্ঠানের সূচনা করা হয়। অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য মোছাঃ লাউলী খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর-মুজাহিদ স্বপন,পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল,ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মাসুদ রানা,উপজেলা ভাইস চেয়ারম্যান জোসনা পারভীন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল আলম,প্রতিষ্ঠাতা অধ্যক্ষ (অবঃ) আলহাজ্ব এস এম শফিউর রহমান,প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ সাইদুল ইসলাম, সহকারি অধ্যাপক জাহাঙ্গীর আলম,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী, গোলাম হাফিজ রঞ্জু, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন ও সদস্য কে এম আব্দুল মাজেদ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারি অধ্যাপক কে এম আবু সাইদ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দরা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।