ভাঙ্গুড়ায় মাঠ দিবস উপলক্ষে কৃষক সমাবেশ
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় চলতি মৌসুমে রাজস্ব খাতের অর্থায়নে সরিষার ফসল প্রদর্শনীর মাঠ দিবস উপলক্ষে কৃষক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার খানমরিচ ইউনিয়নের মহিষবাথান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আজাহার আলী। ভাঙ্গুড়া উপজেলা কৃষি অফিসার মোঃ এনামুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপসহকারি কৃষি অফিসার সুস্থির কুমার সরকার,ইউপি সদস্য আব্দুল হামিদ,স্থানীয় কৃষক সহিদুল ইসরাম ও রাশিদুল ইসলাম। পরে উপ-পরিচালক বোরো ক্ষেতের পোকা নিধনে পার্চিং উৎসবে যোগ দেন। অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক কৃষক-কৃষাণীরা এতে অংশ গ্রহণ করেন।
Spread the love