ভাঙ্গুড়ায় শিক্ষার্থীদের মাঝে চেক বিতরন

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া উপজেলার শাহ নূর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোডোশি ইন্টারন্যাশনালের উদ্যোগে পাঁচ বছর ধরে শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক ও শিক্ষা অনুকরণ প্রদান করেন। বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের ১০ কৃতি শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষাবৃত্তি প্রদান করেন শাহ নূর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভাপতি আলহাজ্ব আব্দুল ছালাম বিশ্বাস। রাডোশি ইন্টারন্যাশনালের মালিক মোঃআব্দুর ছাত্তার বিশ্বাস ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের শাহনূর গ্রামের আলহাজ্ব আব্দুল ছালাম বিশ্বসের ছেলে। এলাকা বাসির সাথে কথাবলে জানা যায়,আব্দুল ছালাম বিশ্বসের পিতা মৃত আলহাজ আঃ সোবাহান বিশ্বাস শাহনগর মসজিদে ৫ বিঘা আয়তনের একটি পুকুর দান করেন,রোডোশি ইন্টারন্যাশনালের মালিক মোঃআব্দুর ছাত্তার বিশ্বাসের পিতা আব্দুল ছালাম বিশ্বস শাহা নূর ঈদগাহ মাঠ উন্নয়নে প্রায় ২০ লক্ষ টাকা, শাহ নূর সরকারি প্রাথমিক বিদ্যালয় গঠনে ৫১ শতক জায়গা দান করেন, হরিহরপুর হাফিজিয়া মাদ্রাসায় ২ ট্রাক সিমেন্ট,করকোলা ও চিনাভাতকুর মসজিদসহ এলাকার বিভিন্ন সামাজিক উন্নয়নে তিনি অংশ গ্রহণ করেন ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!