ভাঙ্গুড়ায় সাংবাদিকের চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ
ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা: পাবনার ভাঙ্গুড়ায় প্রযুক্তির মাধ্যমে চুরি যাওয়া স্যামসাং জে টু মোবাইল ফোন উদ্ধার করে ফোনের মালিক সাংবাদিক সিরাজুল ইসলাম আপনকে ফেরত দিয়েছে থানা পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ভাঙ্গুড়া থানার ওসি মো. মাসুদ রানা ও ডি,এস,বি রাশিদুল ইসলাম উদ্ধারকৃত মোবাইল ফোনটি তার হাতে তুলে দেন।
এর আগে অষ্টমনিষা ইউনিয়নের শাহানুর গ্রামের ইশারতের ছেলে রাকিবুল (১৬) এর নিকট হতে ফোনটি উদ্ধার করে পুলিশ। থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, সাংবাদিক সিরাজুল ইসলাম আপনের অষ্টমনিষা বাজারের মা-বাবার দোয়া কাম্পিউটার এন্ড ইলেকটনিক্স এর দোকানে চলতি বছরের গত আগস্ট মাসের ৮ তারিখ সকালে মোবাইল চার্জে থাকা অবস্থায় চুরি হয়ে যায়।
ওই দিনই সে ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দেয়। অভিযোগ পেয়ে বিষয়টি নিয়ে মোবাইল ট্যাকিং এর মাধ্যমে প্রায় ৩ মাস ধরে অনুসন্ধান করে ফোনের অবস্থান ঠিক করে রাকিবুলকে সনাক্ত করা হয়।
এ বিষয়ে ডি,এস,বি রাশিদুল ইসলাম জানান, মোবাইলের অবস্থান জানার পর রাকিবুলকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ওই দোকান থেকে মোবাইল ফোন চুরির কথা স্বীকার করে। ওসি মো. মাসুদ রানা জানান, চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল ফোনের বিষয়ে থানায় অভিযোগ করলে মোবাইল ট্যাকিং এর মাধ্যমে তা উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দেওয়া হয়।