ভাঙ্গুড়ায় হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা: পাবনার ভাঙ্গুড়ায় “কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল” কর্মসূচির আওতায় নির্বাচিত উপকারভোগীদের হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা বীরমুক্তিযোদ্ধা হোসেন আলী অডিটোরিয়ামে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমানের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাৎ জাহানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর-মুজাহিদ স্বপন।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন-বিবি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইদুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান জাফর ইকবাল হিরোক,মহিলা ভাইস চেয়ারম্যান জোস্না পারভীন,ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদ রানা, সমাবয় কর্মকর্তা রফিকুল ইসলাম, উপ-সহকারি কমিনিটি মেডিকেল অফিসার হাফিজ হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শিকা মোমেনা খাতুন, মহিলা নেত্রী আজিদা পারভীন পাখি প্রমূখ।
এসময় বক্তারা বলেন,স্বাস্থ্যই সকল সুখের মূল। মায়ের স্বাস্থ্য ভালো না থাকলে শিশুর স্বাস্থ্য ভালো হয় না। সুস্থ ও সবল মা অর্থ সুস্থ সবল জাতি। তাই মায়েদের স্বাস্থ্য সুরক্ষা করতে সবাইকে আরও সচেতন হতে হবে। অনুষ্ঠিত এ ক্যাম্পে মোট ৩৫০ জন নারীকে চিকিৎসা সামগ্রী দেওয়া হয়।