ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে একটি ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। গতকাল বুধবার স্থানীয় সকাল ১০টা ৫ মিনিটে বুদগামের গারেন্ড কালান গ্রামের কাছে একটি উন্মুক্ত স্থানে ওই বিমানটি বিধ্বস্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় পুলিশ। খবর টাইমস অব ইন্ডিয়ার। জানা গেছে, বিধ্বস্তের পরপরই বিমানটি দু’ভাগ হয়ে আগুন ধরে যায়। বুদগাম শহরের সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) বলেন, শিগগিরই ভারতীয় বিমান বাহিনীর প্রযুক্তিগত দল এসে পৌঁছাবে এবং ঘটনাটি খতিয়ে দেখবে। এখন পর্যন্ত আমরা দু’টি মরদেহ উদ্ধার করেছি।নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
Spread the love