ভারতে কমেছে সংক্রমণ, মোট সুস্থ ১ কোটি ৪ লাখ

বিদেশ : ভারতে দৈনিক করোনা সংক্রমণ কমেছে। দেশটিতে শুক্রবার সংক্রমণ উঠেছিল ১৮ হাজারে। শনিবার তা কমে ১৩ হাজারে নেমেছে। পাশাপাশি ২শ’র নিচে রয়েছে দৈনিক মৃত্যু। শুক্রবার মৃত্যু ১৫০ ছাড়ালেও শনিবার তা কমে দেড়শ’র নিচে নামে। পাশাপাশি শনিবার পর্যন্ত সক্রিয় রোগী কমে হয়েছে ১ লাখ ৭০ হাজারের নিচে। মোট সুস্থ রোগীর সংখ্যা ১ কোটি ৪ লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৮৩ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৭ লাখ ৩৩ হাজার ১৩১ জনে। মোট আক্রান্তে বিশ্বে প্রথম যুক্তরাষ্ট্র। সেখানে মোট আক্রান্ত ২ কোটি ৫৯ লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে দৈনিক আক্রান্তের সংখ্যা এখনও গড়ে দেড় লাখ। দ্বিতীয় অবস্থান ভারতের। এর পরই রয়েছে ব্রাজিল। সেখানে দৈনিক সংক্রমণ গত এক মাস ধরে বেশি। দেশটিতে মোট আক্রান্ত ৯১ লাখ ছাড়িয়েছে। করোনায় ভারতে এ পর্যন্ত ১ লাখ ৫৪ হাজার ১০ জনের প্রাণ কেড়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩৭ জনের। দেশটিতে মোট মৃত্যুর এক তৃতীয়াংশই মহারাষ্ট্রে। সেখানে মারা গেছেন ৫১ হাজার মানুষ। কর্নাটক এবং তামিলনাড়ুতে মৃত্যু ১২ হাজার ছাড়িয়েছে। দিল্লিতে এই সংখ্যা সাড়ে ১০ হাজার পার করেছে। পশ্চিমবঙ্গেও এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। তবে ভারতে সুস্থতার হার শুরু থেকেই বেশি। সেখানে সুস্থ রোগীর সংখ্যা ১ কোটি ছাড়িয়েছে। ইতোমেধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ৪ লাখ ৯ হাজারের বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪ হাজার ৮০৮ জন। এই সুস্থতার জেরে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। কমতে কমতে তা হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৮২৪ জন। ভারতে ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৭ লাখ ৫৬ হাজার ৩২৯ জনের। গত ২৪ ঘণ্টায় দেশের সংক্রমণের হার এক দশমিক ৭৩ শতাংশ। ভারতের কেরালা বাদে অন্যান্য রাজ্যে নিয়ন্ত্রণেই রয়েছে দৈনিক সংক্রমণ। মহারাষ্ট্রে তা দুই থেকে তিন হাজারের ঘরে ঘোরাফেরা করছে। কিন্তু কেরালায় এখনও নিয়ন্ত্রণে নয় সংক্রমণ। সেখানে এখনও প্রতিদিন সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় হাজার লোক আক্রান্ত হচ্ছেন। বাকি সব রাজ্যে দৈনিক আক্রান্ত ৫শ’র আশপাশে। পশ্চিমবঙ্গেও দৈনিক আক্রান্ত উল্লেখযোগ্য হারে কমেছে গত কয়েক দিনে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৮৬ জন। এ রাজ্যে মোট আক্রান্ত ৫ লাখ ৬৯ হাজার ৪৫৯ জন। যদিও এর মধ্যে ৫ লাখ ৫৩ হাজার ৫৯৩ জন মানুষই সুস্থ হয়ে উঠেছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!