ভারতে তিন বছরের শিশুকে ধর্ষণের পর খুন!

ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে তিন বছরের এক শিশুকে ধর্ষণের পর খুনের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। গত ১১ নভেম্বর শিশুটি ওই পাশবিকতার শিকার হয়।

অভিযুক্তের বয়স আনুমানিক ১৯ বছর। পুলিশের ধারণা, পেশায় শ্রমিক ওই ব্যক্তি গুরগাঁওয়ের ৬৬ নম্বর সেক্টরের শ্রমিক কলোনির একটি ফাঁকা ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণের পর সেখানেই তাকে খুন করে।

অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে গ্রেফতারে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করে পুলিশ। তার সম্পর্কে খোঁজ দিতে পারলে দুই লাখ রুপি অর্থ সাহায্যেরও ঘোষণা দেওয়া হয়। শেষ পর্যন্ত তল্লাশি চালিয়ে পাশের ঝাঁসি জেলা থেকে তাকে আটক করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে গুরগাঁও-এর আদালতে হাজিরের কথা রয়েছে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে কাশ্মিরের ৮ বছরের শিশুকন্যা আসিফাকে সাতদিন ধরে মন্দিরে আটকে রেখে ধর্ষণের ঘটনায় প্রতিবাদের ঝড় উঠে। সেই প্রতিবাদ-বিক্ষোভের রেশ না কাটতেই নতুন করে শিশু ধর্ষণের ঘটনা ঘটলো। সূত্র: এনডিটিভি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!