‘ভালোবাসার জ্বালাতন’ নিয়ে কোনাল

বিনোদন: নতুন একটি সিনেমার গানে কণ্ঠ দিলেন সুকণ্ঠী গায়িকা সোমনুর মনির কোনাল। গানটির শিরোনাম ‘ভালোবাসার জ¦ালাতন’।

গানটি ‘রাজকন্যা’ সিনেমায় ব্যবহৃত হবে। এ ছবিটি পরিচালনা করছেন রাজু চৌধুরী। ‘অন্তর হইয়া শিরায় শিরায়, যাও গো তুমি বইয়া’- এমন কথার গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ।

সুর ও সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। কোনালের সঙ্গে গানটিতে কণ্ঠও দিয়েছেন তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!