ভালোবাসা দিবসে নতুন লুকে বালাম-সুজানা
বিনোদন: জনপ্রিয় সংগীতশিল্পী বালামের নতুন মিউজিক ভিডিওতে ব্যতিক্রমী লুকে দেখা যাবে মডেল-অভিনেত্রী সুজানা জাফরকে। চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে হেয়ারস্টাইল ও পোশাকের দিকে বিশেষ নজর দিতে হয়েছে সুজানাকে। গানের শিরোনাম ‘হঠাৎ’।
‘দ্য ইন্ডস্ট্রি’ নামের একটি ফেসবুক পেজে ভিডিওটির প্রথম লুক প্রকাশ হয়েছে। মিউজিক ভিডিওতে কাজ করা প্রসঙ্গে সুজানা বলেন, মিউজিক ভিডিওটির কাহিনি একটু অন্যরকম। গতানুগতিক মিউজিক ভিডিওর মতো নয়। সে জন্যই রাজি হয়েছি। আমার চরিত্রটা বেশ মজার একটা চরিত্র। কক্সবাজারে এর দৃশ্যধারণের কাজ হয়েছে।
তাহসানের লেখা এই গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি সুর করেছেন জনপ্রিয় গায়ক বালাম। ভিডিওটি পরিচালনা করেছেন ভাস্কর ও পরাগ। ভালবাসা দিবস উপলক্ষে নতুন এই গানটি প্রকাশ পাবে। এর আগে সঙ্গীতশিল্পী ইমরান, ন্যান্সি, তাহসান খানের গানের ভিডিওতে মডেল হিসেবে দেখা গিয়েছিল জনপ্রিয় এই তারকাকে। সবগুলো গানই সাড়া ফেলেছিল।