ভাড়ারায় এমপি প্রিন্সের পক্ষে উঠান বৈঠক
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনা-৫ আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী গোলাম ফারুক প্রিন্সের পক্ষে নৌকা প্রতীকে ভোট চেয়ে উঠান বৈঠক ও মতবিনিময় সভা করেছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।
সন্ধ্যায় ভাড়ারা আসিয়াব স্কুল মাঠ প্রাঙ্গণে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত উঠান বৈঠক ও মতবিনিময় সভায় বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কামিল হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খন্দকার আহমেদ শরিফ ডাবলু, ইঞ্জি. রুহুল আমিন, শ্রমিক লীগ নেতা মঞ্জুরুল হক মঞ্জু, ভাড়ারা ইউনিয়ন আওয়ামীগ নেতা সুলতান প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা সবুজ। এসময় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
Spread the love