ভিন্নধর্মী চ্যালেঞ্জ নিয়ে রোশান-অধরা

বিনোদন: যুগল নির্মাতা ইস্পাহানি-আরিফ জাহান বেশকিছু জনপ্রিয় ছবি দর্শকদের উপহার দিয়েছেন। সবশেষ তাদের পরিচালিত ‘নায়ক’ ছবিটি গতবছর মুক্তি পায় প্রেক্ষাগৃহে। চলতি বছর নতুন ছবির ঘোষণা দিয়েছেন তারা। ছবির নাম ‘ড্রিমগার্ল’। গত ২৪শে মার্চ এফডিসিতে এ ছবির মহরত অনুষ্ঠিত হয়। ছবিতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন রোশান ও অধরা খান। রোশান ছবিটির ব্যাপারে আশাবাদ জানিয়ে বলেন, নতুন বছরে আমি নতুন একটি চ্যালেঞ্জ হাতে নিলাম। এ ছবির গল্প ও চরিত্রটি নিয়েই থাকছে সেই চ্যালেঞ্জটি।
এদিকে অধরা খান এর আগে এই যুগল নির্মাতার পরিচালনায় ‘নায়ক’ ছবিতে অভিনয় করেছেন। নতুন এই ছবিটি নিয়ে তিনি বলেন, এ ছবিতে চরিত্রটি আমার জন্য একদমই নতুন। বলতে গেলে এক কথায় চ্যালেঞ্জিং একটি চরিত্র। নতুন এ ছবি প্রসঙ্গে পরিচালক বলেন, সিনেমাটির কাজ বেশ কিছুদিন আগে থেকেই গোছাচ্ছি। আমরা চাচ্ছি মৌলিক গল্পের সিনেমা নির্মাণ করতে। যে কারণে গল্পটি নিয়ে বেশ স্টাডি চলছে। তবে এরইমধ্যে আমরা সব ঠিক করে দ্রুত সিনেমার শুটিংয়ে যাবো।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!