ভেঙে গেছে রানা দাগ্গুবতীর প্রেম

বিনোদন: ভারতের চলচ্চিত্রের দক্ষিণের তারকা তৃষা কৃষ্ণনের সঙ্গে ভেঙে গেছে ‘বাহুবলী’ ছবির তারকা রানা দাগ্গুবতীর প্রেম। কেন? অনেক দিন থেকেই নানা কথা শোনা গেছে। দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রভাস ও আনুশকার মতো তৃষা ও রানার সম্পর্ক নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট অনেকেই বলেছেন, তাঁদের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে। তবে এতদিন এ ব্যাপারে রানা দাগ্গুবতী কিংবা তৃষা কৃষ্ণন, কেউই মুখ খোলেননি। এবার তা নিয়ে মুখ খুলেছেন রানা দাগ্গুবতী। স্টার ওয়ার্ল্ডের ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক এবং সঞ্চালক করণ জোহরের এক প্রশ্নের জবাবে রানা দাগ্গুবতী বলেন, ‘তৃষা আমার অনেক দিনের খুব ভালো বন্ধু। খুব অল্প সময় ওর সঙ্গে আমি ডেট করেছি। ওর সঙ্গে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল। তবে আমাদের সম্পর্কটা আর এগোয়নি।’ ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে করণ জোহর ‘বাহুবলী’ ছবির পরিচালক রাজামৌলীকে প্রশ্ন করেন, প্রভাস নাকি রানাÑকে আগে বিয়ের পিঁড়িতে বসছেন? রাজামৌলী বললেন, ‘আমার মনে হয় না প্রভাস বিয়ে করবে। কারণ, ও ভীষণ অলস আর বিয়েটা লম্বা একটা প্রসেস। প্রথমে মেয়ে খোঁজা, তারপর নিমন্ত্রণ করা, বিয়ের অনুষ্ঠান, অনেক কিছু। রানা খুব ধরাবাঁধা নিয়মের মধ্যে চলে। ওর জীবন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বন্দী। ১-১০ বছর, ১০-১৫ বছর, ১৫-২০ বছর। আর এই সময়সীমার মধ্যে ওর বিয়েটা যদি হয়েও যায়, তা কত দিন টিকবে, এ বিষয়ে সন্দেহ আছে।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!