ভেজা আবহাওয়ায় কাপড় শুকনোর উপায়
লাইফস্টাইল: নিত্যদিনের কাজে লাগে এমন টিপস দেওয়ার চেষ্টা থাকে আমাদের। তারই ধারাবাহিকতায় আজ রইলো দৈনন্দিন জীবনের সাথে জড়িত একটি টিপস। পড়েই দেখুন, হয়তো ভীষণ কাজে লেগে যাবে। জেনে নিন, এই গরমের মাঝে হঠাৎ হঠাৎ করেই বৃষ্টি, আর বৃষ্টি মানেই স্যাঁতস্যাঁতে আবহাওয়া। এরকম ভেজা আবহাওয়ায় সহজে কাপড় শুকাতে চায় না। ফলে কাপড়ে তিলার দাগ পড়ে যায়। তবে ছোট্ট একটা কাজে এই তিলার হাত থেকে রক্ষা পেতে পারেন খুব সহজেই। কী সেটা? । প্রথমে কাপড় ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন। আধা বালতি পানিতে দুই-তিন টেবিল চামচ ভিনেগার মিশিয়ে নিন। ভিনেগার মেশানো পানিতে আবার কাপড় ধুয়ে চিপে নেড়ে দিন। এতে কাপড়ে আর তিলা পড়বে না।
Spread the love