ভোক্তা অধিকার সংরÿন কমিটি মাসিক সভা
পিপ (পাবনা) : জাতীয় ভোক্তা অধিকার সংরÿন কমিটি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যে বিষয়ক কমিটির মাসিক সভা গতকাল বৃহস্পতিবার পাবনার জেলা প্রশাসকের সম্মেলন কÿে অনুষ্ঠিত হয়। পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফরোজা আখতারের সভাপতিত্বে সভায় বিভিন্ন গুরুত্বপুর্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্টিত হয়।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পাবনা প্রেসক্লাব ও ক্যাব সভাপতি এবিএম ফজলুর রহমান, রানা গ্রæপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, বিশিষ্ট শিÿাবিদ মির্জা একে শহীদুল ইসলাম, বাংলাদেশ হোটেল রে¯Íরা মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসোন বাচ্চু প্রামানিক, বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার কুন্ডু, ক্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক শফিক আল কামাল প্রমুখ।
Spread the love