ভোট পেছাল এক সপ্তাহ, ৩০ ডিসেম্বর সারাদেশে ভোট

ডেস্ক রিপোর্ট: বিভিন্ন রাজনৈতিক দলের আবেদনের পরিপ্রেক্ষিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ এক সপ্তাহ পিছিয়েছে নির্বাচন কমিশন। আগামী ৩০ ডিসেম্বর সারাদেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে ২৩ ডিসেম্বর ভোট হওয়ার কথা ছিল।

সোমবার সকালে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইভিএম মেলা উদ্বোধন করতে এসে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

সিইসি তফসিলের বিস্তারিত জানাননি। তবে ২৮ নভেম্বরের মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে বলে জানিয়েছেন। গত ৮ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী, ভোটে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিল ১৯ নভেম্বর।

রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ চলাকালে বিএনপি নেতৃত্বাধীন জোটসহ বিভিন্ন দলের পক্ষ থেকে নির্বাচন পেছানোর দাবি উঠে। এর পরিপ্রেক্ষিতে রবিবার প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের বলেন, ‘আমরা সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চেয়েছিলাম। আপনাদের মাধ্যমে জানতে পেরেছি, সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে। তাদের কেউ কেউ নির্বাচন পেছানোর বিষয়ে ইসিতে চিঠিও দিয়েছে। তাই সোমবার বসে নির্বাচন পেছানো যায় কি না সে বিষয়ে সিদ্ধান্ত নিয়ে জানাব।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!