ভোরের দিকে কুয়াশা পড়তে পারে
নিজস্ব প্রতিবেদক : ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।আজ সোমবার (২৫ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে।
এতে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পরে। আগামী ২৪ ঘন্টায় অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা অপরবর্তিত থাকতে পারে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১৪.৬ ডিগ্রি রেকর্ড কারা হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গপসাগড় পর্যন্ত বিস্তৃত রয়েছে।
Spread the love