মঞ্চে উঠে শ্রোতাদের সালাম প্রসঙ্গে
ধর্মপাতা: সভার মঞ্চে উঠে মাইকে শ্রোতাদের সালাম দেওয়া কি সুন্নাত, না সুন্নাত পরিপন্থী?
মুসলমানদের সঙ্গে প্রথম সাক্ষাতের সময় সালাম দেওয়া সুন্নাত। তদুপরি কোনো সভায় আগন্তুক ব্যক্তি উপস্থিতদের সালাম দেওয়া হাদিস দ্বারা নির্দেশিত। সুতরাং বক্তার মঞ্চে উঠে প্রথমে শ্রোতাদের সালাম দেওয়া সুন্নাত বলে বিবেচিত হবে। (আবু দাউদ, হাদিস : ৫২০৮)
ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা
Spread the love