মথুরাপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন আটঘরিয়ার ধলেশ্বর
নিজস্ব প্রতিবেদক : বিজয় দিবস উপলক্ষ্যে চাটমোহরের মথুরাপুর খেলার মাঠে আজ বুধবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল ফুটবল খেলায় মথুরাপুর আদর্শ ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে আটঘরিয়ার ধলেশ্বর সোনালী সংঘ।
বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হলে ট্রাইবেকারে ভাগ্য নির্ধারিত হয়। ট্রাইবেকারে ৩-১ গোলে জয়ী হয় আটঘরিয়ার ধলেশ্বর সোনালী সংঘ।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সৈকত ইসলাম। উদ্বোধক হিসেবে বক্তব্য ও খেলা উদ্বোধন ঘোষণা করেন কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক আতিকুর রহমান আতিক।
দেওয়ান শাহাবুর রহমান চন্দনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ইউপি সদস্য ইয়াছিন আলী, সাবেক ইউপি সদস্য মুক্তার হোসেন, প্রভাষক নুর মোহাম্মদ বেনজীর প্রমুখ।
খেলা শেষে দুই দলের মাঝে পুরস্কার ও ট্রফি বিতরণ করেন অতিথিরা।
খেলায় প্রধান পরিচালক হিসেবে খেলা পরিচালনা করেন হারুন বিশ্বাস। তার সহকারি ছিলেন মিলন বিশ্বাস ও রাজু আহমেদ।
খেলার সার্বিক আয়োজন ও সহযোগিতায় ছিলেন জাকির হোসেন।