মন্ত্রীসভায় বাদ পড়লেন যারা
ডেস্ক রিপোর্ট : সরকারের এবারের মন্ত্রীসভায় স্থান পাননি ক্ষমতাসীন দলের অনেক হেভিওয়েট নেতা। আগের মন্ত্রীসভায় ছিলেন, এবার নেই এমন নেতাদের তালিকায় আছেন…
তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, মোহাম্মদ নাসিম, শাহজাহান খান, আবুল মাল আবদুল মুহিত, আসাদুজ্জামান নূর, নুরুল ইসলাম নাহিদ, এ এইচ মাহমুদ আলী, আনোয়ার হোসেন মঞ্জু (জাতীয় পার্টি-জেপি), তারানা হালিম, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, মুজিবুল হক, আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরী (জাতীয় পার্টি), আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, মতিয়া চৌধুরী, কামরুল ইসলাম, শাহজাহান কামাল, মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, খন্দকার মোশাররফ হোসেন, নারায়ন চন্দ্র চন্দ, শামসুর রহমান শরীফ, এমাজ উদ্দিন প্রামানিক, মেহের আফরোজ চুমকি, আরিফ খান জয়, বীরেন শিকাদার, মুজিবুল হক চুন্নু, কাজী কেরামত আলী, মীর্জা আজম, মশিউর রহমান রাঙ্গা (জাতীয় পার্টি), ইসমত আরা সাদেক, লেঃ কর্নেল নজরুল ইসলাম হিরু, মোস্তাফিজার রহমান ফিজার, মতিউর রহমান, নুরুল ইসলাম বিএসসি।