মরহুম কুদ্দুস মোল্লার স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, আটঘরিয়া : পাবনার আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, ঐতিহ্যবাহী দেবোত্তর ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আ: কুদ্দুস মোল্লার স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।।
রোববার দেবোত্তর ডিগ্রী কলেজের আয়োজনে স্মরণ সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন দেবোত্তর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: সাইদুর রহমান। এসময় স্মরণ সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা খাতুন নিলা, দেবোত্তর ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ রফিকুল ইসলাম হেলাল, আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয়ের সহকারী বাবুল আক্তার, সহকারী অধ্যাপক আব্দুল হক, জয়োব্রত সাহা, ম্যানেজিং কমিটির সদস্য আসাদুজ্জামান খান মনি, সাইদুল ইসলাম, মরহুমের জামাতা মো: আব্দুল জলিল, আব্দুল মজিদ, আফসার আলী, পুত্র মিজানুর রহমান মজনু সহ উক্ত কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র -ছাত্রীবৃন্দ।