মহানায়িকার প্রয়াণ দিবসে পাবনার পৈত্রিক ভিটায় স্মরণসভা

পাবনা প্রতিনিধি : বাংলাদেশের প্রাচীন জেলা পাবনার মেয়ে সুচিত্রা সেন ভারতীয়দের কাছে গৌরব, গর্ব আর অহংকারের। শুধু এপারওপার বাংলায় নয় আন্তর্জাতিক পর্যায়ে যার যশখ্যাতি ছিল আকাশতুল্য। কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের নবম মহাপ্রয়াণ দিবসের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে ভারতীয় দূতাবাস রাজশাহীস্থ সহকারী হাই কমিশনার মনোজ কুমার উপরোক্ত মন্তব্য করেছেন।

কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের নবম প্রয়াণ দিবেস তার পৈত্রিকভিটা পাবনায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২টায় শহরের গোপালপুর হেমসাগর লেনের বাড়িতে মহানায়িকার আবক্ষ ভাষ্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অতিথিরা। পরে তার স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতীয় দূতাবাসের  রাজশাহীস্থ সহকারী হাই কমিশনার মনোজ কুমার।

সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে আয়োজিত স্মরণ সভার সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ডা. রাম দুলাল ভৌমিক। আবৃত্তি শিল্পী আসাদ বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারন সম্পাদক ডক্টর নরেশ মধু।

প্রধান অতিথির বক্তৃতায় ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার বলেন, সব ধর্মের মানুষের সমন্বিত দেশ হলো বাংলাদেশ। পাবনার জমিনে মহানায়িকার জন্মে আমরা ভারতীয়রা গর্বিত। এই মাটিতে জন্ম নিয়েছেন শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রসহ অনেক নামিদামি নারী পুরুষ। এই দেশের মেয়ে আমার দেশের মুখ আলোকিত করেছেন, দেশকে খ্যাতি দিয়েছেন আন্তর্জাতিক পর্যায়ে। এমন মহীয়সী নারী যিনি খ্যাতি ছেড়ে, ফ্লিম ছেড়ে স্বেচ্ছায় নির্বাসন নেন। এ থেকে শিক্ষা নিতে হবে তিনি কত বড় মাপের মানুষ ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভারতীয় হাই কমিশনার কার্যালয় রাজশাহীর দ্বিতীয় সচিব দীপক কুমার কাউলা, পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিম লাল, পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান, বিশিষ্ট শিক্ষাবীদ প্রফেসর মোহাম্মদ কামরুজ্জামান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন আওয়ামীলীগ নেতা বিজয় ভূষন রায়, পরিষদের সহসভাপতি, সিনিয়র সাংবাদিক আখতারুজ্জামান আখতার, কৃষিবীদ জাফর সাদেক, সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সভাপতি ফরিদুল ইসলাম খোকন, সম্পাদক দেওয়ান মাজহারুল ইসলাম, নারী নেত্রী পূর্ণিমা ইসলাম, উন্নয়ন ও সাংস্কৃতিক কর্মী মাযহারুল ইসলাম, পরিষদের দপ্তর সম্পাদক শিশির ইসলাম প্রমুখ।

পরে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা ও পৈতৃক বসতভিটা ঘুরে ঘুরে দেখে পরিদর্শণ বহিতে স্বাক্ষর করেন। এরপর তিনি পাবনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে উপস্থিত হয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। শেষে শহরের হেমায়েতপুর শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম পরিদর্শণ করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!