মাজপাড়া ইউপি চেয়ারম্যানকে সাময়িক বহিষ্কার প্রত্যাহারের দাবীতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক : পাবনার আটঘরিয়ার মাজপাড়া সাময়িক বহিষ্কৃত চেয়ারম্যান আব্দুল গফুর মিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে এলাকাবাসী ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে প্রায় ঘন্টাব্যাপী উপজেলার পারখিদিরপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আটঘরিয়ার মাজপাড়া ইউনিয়নের উন্নয়নে কাজ করেছেন আব্দুল গফুর মিয়া। এ অঞ্চলের উন্নয়ন বাধাগ্রস্থ করতে একটি মহল প্রভাব খাটিয়ে ও ষড়যন্ত্র করে চেয়ারম্যান আব্দুল গফুরের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে তুলে সাময়িক বহিস্কার করিয়েছে। তারা অবিলম্বে চেয়ারম্যানের সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবী জানান। তা না হলে আগামীতে বৃহত্তর কর্মসূচী দেয়া হবে বলে হুশিয়ারি দেন।
মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইন্তাজ আলী শেখের সভাপতিত্বি অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো: ইশারত আলী, মাজাপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান আজগর আলী মন্ডল, ইউপি নদন্য জাবেদ আলী, ই্উসুফ আলী, মো: শহিদুল্লাহ, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক জালাল উদ্দিন, যবলীগের সাবেক সহসভাপতি ইদ্দিস আলী, যুবলীগ নেতা ইকবাল হোসেন, সাইদুর রহমান পিন্টু প্রমুখ।