মাদক ব্যবসায়ী সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

পাবনা প্রতিনিধি : পাবনা সদরের মালিগাছা ইউনিয়নের বিলভাদুরিয়া গ্রামের মাদক ব্যবসায়ী সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারের দাবিতে মানব বন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় এলাকাবাসী।

আজ সকালে বিলভাদুরিয়া রেল লাইনের দুপাড়ে তারা এই মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

এসময় স্থানীয় ছয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুমন ইসলামসহ নির্যাতিত কয়েকজন নারী পুরুষ বক্তব্য দেন। বক্তারা বলেন, বিলভাদুরিয়া পুরো গ্রাম আজকে মাদকের ভয়াল থাবায় ছেয়ে গেছে। গুটি কয়েক সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীর কারনে আজকে উঠতি বয়সী যুবকেরা বিপথে যাচ্ছে এবং অন্যায়ের সাথে জড়িয়ে পড়ছে। ফলে প্রশাসনের প্রতি এসব মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবি জানান তারা। বলেন, সামান্য কিছু অপরাধীর কারনে গোটা এলাকারও সম্মান ক্ষুন্ন হয়ে পড়েছে। ফলে এবিষয়ে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহনের দাবি জানান তারা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!