মানবতার সেবায় মাসপো গুরুপ : ৩০০০ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

পিপ, পাবনা : মানবতার সেবায় অত্যন্ত সংগোপনে কাজ করছে পাবনার অন্যতম ব্যবসায়ী গুরুপ মাসপো। তারা ইতোমধ্যে জেলার বিভিন্ন স্থানে তিন হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে।

পাবনা পৌরসভার বিভিন্ন মহল্লা, পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের মাদারবাড়িয়া, ব্রজনাথপুর, আরিফপুর, দোহারপাড়া, শালগাড়িয়া, দক্ষিণ রাঘবপুর এলাকায় করোনা ভাইরসে কর্মহীন অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন মাসপো গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আলীমুজ্জামান বিশ্বাস পনি।

মাসপো গ্রুপের চেয়ারম্যান আলহাজ আব্দুল মজিদ বিশ্বাস, ব্যবস্থাপনা পরিচালক মো. আলী মর্তুজা বিশ্বাস সনির সার্বিক তত্ত্বাবধানে এ সব খাদ্য সামগ্রী মানুষের ঘরে ঘরে পৌছে দেওয়া হচ্ছে। শহরের রাঘবপুর এলাকার জনৈক মধ্যবিত্ত জানান, মাসপো যেভাবে সহায়তা করছে তাতে মানুষের মান সম্মান বাঁচছে, আবার আমরা উপকৃতও হচ্ছি।

মাসপো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আলী মর্তুজা বিশ্বাস সনি বলেন, এখন প্রচার করা মূখ্য কাজ না। এখন মানুষকে সহায়তার সময়। যে যেভাবে পারে মানুষকে সহযোগিতা করা উচিত। মাসপো গ্রুপ সাধ্যমত মানুষকে সহায়তা করছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!