মারা গেছেন সাবেক ফুটবলার সালাউদ্দিন
স্পোর্টস: বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার এসএম সালাউদ্দিন আহমেদ মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন তবে করোনা পরীক্ষায় তার রিপোর্ট নেগেটিভ আসে। ঘরোয়া লিগে দীর্ঘদিন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছেন তিনি।
রোববার (৩১ মে) ভোরে নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগরের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এসএম সালাউদ্দিন। সাবেক ফুটবলারের মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। নিহত ফুটবলার সালাউদ্দিন নারায়ণগঞ্জ গোগনগর এলাকার সাইজ উদ্দিনের ছেলে। মৃত্যুর পূর্ব পর্যন্ত নারায়ণগঞ্জ সদর থানা যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সালাউদ্দিন নারায়ণগঞ্জের স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। নিহত এসএম সালাউদ্দিনের ভাতিজা রাতুল জানান, চাচা সালাউদ্দিন ভোর ৪টার দিকে তার নিজ বাড়িতে মারা যান।
নিউমোনিয়া ছিল। প্রচন্ড জ্বর থাকায় শুক্রবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেয়া হয়েছিল। শনিবার করোনা নেগেটিভ রিপোর্ট আসে।