মারা গেলেন বুরুন্ডির প্রেসিডেন্ট
বিদেশ : হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডির প্রেসিডেন্ট পিয়েরে কুরুনজিজা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫৫ বছর বয়সী এই প্রেসিডেন্ট মারা গেছেন বলে মঙ্গলবার দেশটির সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, অসুস্থতা বোধ করায় শনিবার প্রেসিডেন্ট পিয়েরে কুরুনজিজাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন এই প্রেসিডেন্টের শারীরিক অবস্থার উন্নতি হলেও সোমবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় তার। তাকে বাঁচানোর সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
টুইটারে দেয়া বিবৃতিতে বলা হয়, বুরুন্ডিয়ান এবং বিশ্ব সম্প্রদায়ের কাছে অত্যন্ত দুঃখের সঙ্গে প্রেসিডেন্ট পিয়েরে কুরুনজিজার মৃত্যুর ঘোষণা দিচ্ছে সরকার। ২০০৫ সালে ক্ষমতায় আসা পিয়েরে কুরুনজিজার মেয়াদ আগামী আগস্টে শেষ হওয়ার কথা ছিল।
গত মাসে দেশটির নির্বাচনে জয়ী দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র এভারিস্তে এদায়িশিয়ামিয়ের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা ছিল তার।
সূত্র: বিবিসি, আলজাজিরা