মারা গেলেন শাকিবের দেহরক্ষী

বিনোদন: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। তার একান্ত দেহরক্ষী হারুন অর রশিদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার সকাল সাড়ে ৭টায় রাজধানীর গ্রিন রোডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হারুন।

এ তথ্য জানিয়েছেন শাকিব খানের মেকআপ আর্টিস্ট সবুজ। প্রয়াত হারুন ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন। এ ছাড়া শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল তার। হারুনের গ্রামের বাড়ি কুমিল্লা। গতকাল সকালে হারুনের মরদেহ কুমিল্লায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে বলেও জানান সবুজ।

দেহরক্ষী হারুনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শাকিব খান। তিনি বলেন, ‘হারুন আমার পরিবারের একজন সদস্যের মতো ছিল। তার এত দ্রুত চলে যাওয়া আমার জন্যে খুব কষ্টের। হারুনের বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’

দীর্ঘ দিন ধরে শাকিব খানের নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছিলেন হারুন। শাকিব খানের সঙ্গে শুটিং স্পটসহ বিভিন্ন স্থানে উপস্থিত থাকতেন তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!