মার্কিন হুমকি উপেক্ষা করে ইরানের তৃতীয় তেল ট্যাঙ্কার ভেনিজুয়েলায়

বিদেশ : ইসলামিক প্রজাতন্ত্রের ইরানের পাঁচটি তেলের ট্যাঙ্কারের তৃতীয়টি গত মঙ্গলবার ভেনিজুয়েলার জলসীমায় পৌঁছেছে। বহুজাতিক প্রতিষ্ঠান চেইন টেলিসুর এ কথা জানিয়েছে।

দক্ষিণ আমেরিকার টেলিভিশন স্টেশনের সংবাদদাতা কর্তৃক টুইটারে প্রকাশিত একটি প্রতিবেদন এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন বলছে, ইরানি জাহাজ পেটুনিয়া বলিভিয়ার জাতীয় সশস্ত্র বাহিনীর টহলে আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছে। দু’দেশের মধ্যে জ্বালানী সহযোগিতা চুক্তির অংশ হিসাবে, গত শনিবার প্রথম ইরানের তেল ট্যাঙ্কার ভেনিজুয়েলায় প্রবেশ করেছে।

ক্যারিবিয়ান সাগর দিয়ে ইরনি জাহাজগুলিকে যাওয়ার পথে ওয়াশিংটনের হুমকির মুখোমুখি হয়। প্রসঙ্গত, মার্কিন হুমকি সত্ত্ব্ওে ইরানের আরো একটি তেলবাহী জাহাজ ভেনিজুয়েলার পানিসীমায় প্রবেশ করল।

এ নিয়ে ইরানের তিনটি তেলবাহী জাহাজ মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিরাপদে ভেনিজুয়েলার পানিসীমায় পৌঁছেছে।

সূত্র : প্রেনসা লেটিনা, পার্স টুডে

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!