মালিতে গ্রাম জ্বালিয়ে দিল দুষ্কৃতিরা, নিহত ২৬

বিদেশ : পশ্চিম আফ্রিকার দেশ মালির মধ্যাঞ্চলীয় একটি গ্রামে হামলা চালিয়ে অন্তত ২৬ জনকে হত্যা করেছে দুষ্কৃতকারীরা। এ সময় ইসলাম ধর্মাবলম্বী ফুলানি জনগোষ্ঠী অধ্যুষিত গ্রামটিও জ্বালিয়ে দিয়েছে তারা। মপ্তি অঞ্চলের কোরো শহরের একাধিক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছেন, গত শুক্রবার বিকেলে বিনেদামা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

এ সময় হামলাকারীরা সেখানকার গ্রামপ্রধানকেও হত্যা করেছে। নিহতদের মধ্যে দুই নারী ও নয় বছরের এক শিশুও রয়েছে। আহতদের সংখ্যা এখনও নিশ্চিত নয়। বিনেদামার পার্শ্ববর্তী বাঙ্কাস শহরের মেয়র মৌলায়ে গুইন্দো রয়টার্সকে জানিয়েছেন, গ্রামটিতে সশস্ত্র হামলায় অন্তত ২০ থেকে ৩০ জন প্রাণ হারিয়েছেন।

তবে হামলা কারা চালিয়েছে তা এখনও নিশ্চিত নয়। কেউই এখনও এর দায় স্বীকার করেনি। প্রায় দুই কোটি জনসংখ্যার দেশ মালিতে সহিংসতা নতুন কিছু নয়। ২০১২ সালের দিকে উত্তরাঞ্চলীয় তুয়ারেগস আদিগোষ্ঠেীর লোকজন বিদ্রোহ করলে সহিংসতা শুরু হয় দেশটিতে। এ সহিংসতায় এ পর্যন্ত হাজার হাজার সাধারণ মানুষ ও সেনা নিহত হয়েছেন।

উত্তরাঞ্চল ছাড়িয়ে বিদ্রোহ ছড়িয়ে পড়েছে মালির মধ্যাঞ্চলসহ পাশ্ববর্তী দেশ বুরকিনা ফাসো ও নাইজারেও।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!