মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলার ঘটনায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

পাবনা প্রতিনিধি : সম্প্রতি পূর্ব শত্রুতার জের ধরে বাদশা মোল্লা ওরফে কালা বাদশার হুকুমে একদল সন্ত্রাসী বাহিনী চরতারাপুর ইউনিয়নের দীঘিগোহাইলবাড়ী গ্রামের হেলাল উদ্দিন মোল্লার ১ বিধা জমির পেঁয়াজের দানা কেটে নষ্ট করে দেয়। এতে ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি নির্ধারণ করা হয়। এ ঘটনায় পাবনা সদর থানায় ভুক্তভোগী পরিবার একটি মামলা দায়ের করা হয়। মামলাটি তুলে নেওয়ার জন্য নানা রকম ভয়ভীতি ও হুমকি অব্যাহত চলতে থাকে যুদ্ধাহত পরিবারটির উপর। শেষ পর্যন্ত মামলা তুলে না নেওয়ার ফলে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে কালা বাদশা ও তার বাহিনী।

চরতারাপুর ইউনিয়নের দীঘিগোহাইলবাড়ী গ্রামের অসহায় পরিবারটি জীবনের নিরাপত্তা ও ন্যায় বিচার দাবিতে এবং পুলিশ ও জনপ্রশাসনের সহযোগিতা চেয়ে সোমবার বেলা ১২ টায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করেছেন।

দীঘিগোহাইলবাড়ী গ্রামের হেলাল উদ্দিন মোল্লার মেয়ে রোজিনা খাতুন এ ব্যাপারে লিখিত বক্তব্য পাঠ করেন, তাতে তিনি আরো জানান, ইতোমধ্যে চাঁদার টাকা না পেয়ে সন্ত্রাসীরা তাদেও বাড়িতে হামলা করে ও লুটপাট চালায়। এ দিন এ সময় কালা বাদশার ১৫/২০ জন লোক তার বাবা ও ভাইদের মারপিট করে। ঘরবাড়ি লুটপাট এর পাশাপাশি গরু- ছাগল এর খামার থেকে ৪ টি গরু ও ২০টি ছাগল নিয়ে যায়। এ ব্যাপারে পাবনা সদর থানায় আরো একটি মামলা দায়ের করে পরিবারটি। কিন্তু বিধিবাম সন্ত্রাসী কালা বাদশা এলাকায় একজন প্রভাবশালীদেও মতো উন্মুক্ত ভাবে চলাফেরা করছে। এ অবস্থায় মুক্তিযোদ্ধা পরিবারটি এলাকায় বসবাস করতে পারছেনা।

অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ সময় ইউসুফ আলী প্রামানিক, শরিফুল ইসলাম,ফিরোজা খাতুন, হেলঅল উদ্দিন মোল্লার ছেলে দুলাল উদ্দিন মোল্লা উপস্থিত ছিলেন।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!