মুনিয়া হত্যাকান্ডের সুষ্ঠ বিচারের দাবীতে পাবনায় মানববন্ধন

পিপ (পাবনা) : সম্প্রতি ঢাকায় মোসারাত জাহান মুনিয়া হত্যাকান্ডের সুষ্ঠ এবং নিরপেক্ষ তদন্ত করে আসামীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা জেলা শাখার আন্দোলন উপ-পরিষদের আয়োজনে এবং সামাজিক প্রতিরোধ অনাচার কমিটির মাধ্যমে ৬ মে এক মানববন্ধন কর্মসূচী পাবনা প্রেসক্লাবের সমানে আব্দুল হামিদ রোডে অনুষ্ঠিত হয়।

সূচীতা নিবার্হী পরিচালক নাসরিন পারভীনের সভাপতিতে মানববন্ধনে বক্তব্য দেন ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহবুব আলম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন পাবনার সাধারণ সম্পাদক বিশিষ্ট কলামিস্ট ও সাংবাদিক আব্দুল হামিদ খান, এডাব পাবনার সভাপতি মনজেদ আলী, হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ( এইচআরডি) নেটওয়ার্ক পাবনার সাধারণ সম্পাদক বাঁচতে চাই নিবার্হী পরিচালক আব্দুর রব মন্টু প্রমুখ। মানববন্ধনে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ( এইচআরডি) নেটওয়ার্ক নেতৃবৃন্দ, পাবনাসহ কাশিনাথপুর শহীদ নূরুল হোসেন ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ তরিৎ কুমার কুন্ডু, ফোকাস বাংলা জেলা প্রতিনিধি কামাল সিদ্দিকী, বাংলাদেশ পোষ্ট জেলা প্রতিনিধি কানু সান্যাল, সুজানগর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হেলাল উদ্দিন, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টাস ফাউন্ডেশন যুগ্ম সম্পাদক শফিক আল কামাল, চ্যানেল আই ক্যামেরা পারসন মাসুদ রানা, আসিয়াব পরিচালক আব্দুস সামাদ, বাঁচতে চাই এর কো-অর্ডিনেটর লুৎফর রহমান, উদ্দীপনা নির্বাহী পরিচালক আলেয়া ইয়াসমিন, পড়শী নির্বাহী পরিচালক মালা সরকার, মহিলা পরিষদের সদস্য রোজি আক্তার,আন্দোলন সম্পাদক জিনাত সুলতানা, লিগ্যাল এইড সম্পাদক শরীফা খাতুন, মীম ,কামেরী , মাসুরা সহ এনজিও কর্মী ও বিভিন্ন পেশার মানুষ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!