মেসি নয়, বার্সার আর্থিক সমস্যার কারণ মহামারী: তেবাস
স্পোর্টস: গণমাধ্যমে চুক্তির তথ্য ফাঁসের পর থেকে চাপে থাকা লিওনেল মেসির পাশে দাঁড়িয়েছেন হাভিয়ের তেবাস। বার্সেলোনার আর্থিক সমস্যার সঙ্গে আর্জেন্টাইন তারকার বিশাল অঙ্কের চুক্তির কোনো সম্পর্ক দেখছেন না লা লিগা প্রধান। তার দাবি, আর সব ক্লাবের মতো মহামারীর জন্য কঠিন পরিস্থিতিতে পড়েছে বার্সেলোনাও। ২০১৭ সালে সবশেষ বার্সেলোনার সঙ্গে চুক্তি করেন মেসি। এর মেয়াদ ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত। স্প্যানিশ পত্রিকা এল মুন্দোর প্রতিবেদন অনুযায়ী, চার বছর মেয়াদী এই চুক্তির মোট অঙ্ক প্রায় ৫৫ কোটি ৫২ লাখ ৩৭ হাজার ৬১৯ ইউরো। এর মানে, ২০১৭ সাল থেকে প্রতি মৌসুমে ক্লাব থেকে মেসির আয় ১৩ কোটি ৮০ লাখ ইউরো। এর পুরোটা অবশ্য পাবেন না বার্সেলোনা অধিনায়ক। এরই মধ্যে কাতালান ক্লাবটি চুক্তি ফাঁসের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন কোচ রোনাল্ড কুমান। বার্সেলোনার আর্থিক দূরবস্থার কারণ মেসির চুক্তি, মুন্দোর প্রতিবেদনের এই ভাষ্যের সঙ্গে একমত নন তেবাস। সোমবার এক টুইটে করোনাভাইরাস পরিস্থিতিতে কঠিন বাস্তবতার কথা মনে করিয়ে দিলেন তিনি। “বার্সেলোনার নাজুক আর্থিক অবস্থা (অন্য বড় ক্লাবগুলো মতোই) মেসির জন্য নয় বরং কোভিড-১৯ এর মারাত্মক প্রভাবে। কোনো মহামারী না থাকলে ইতিহাসের সেরা খেলোয়াড়ের জন্য পাওয়া আয়ে এটা পুষিয়ে যাওয়ার কথা। কিছু গণমাধ্যম এই ব্যাপারটিতে যথাযথভাবে আচরণ করছে না”।