মোটরসাইকেল দূর্ঘটনায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু
পিপ (পাবনা) : মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুত্বর আহত হয়ে ১১ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবম্থায় ছাত্রলীগ নেতা শামীম হোসেন (২৩) আজ বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে মারা গেছেন। পাবনার ভাঙ্গুড়া পৌর ছাত্রলীগের সহ-সভাপতি নিহত শামীম হোসেন পৌরসভার সরদার পাড়া মহল্লার আব্দুল মতিনের ছেলে এবং স্থানীয় সরকারি হাজী জামাল উদ্দিন অনার্স কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র। শামীমের চাচাতো ভাই মাহমুদুল হাসান জানান, গেলো ঈদ উল ফিতরের পরের দিন মোটরসাইকেল দূর্ঘটনায় শামীম গুরুত্বর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহীর বেসরকারি সিডিএম হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত দুদিন আগে শামীমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয় । সেখানে ১১ দিন চিকিৎসাধীন থাকার পর আজ বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে তার মৃত্যু হয়। তিনি আরও জানান, আজ বিকেল সাড়ে ৫ টায় সরদারপাড়া ঈদগা মাঠে তার জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে । এদিকে ছাত্রলীগ নেতা শামীমের মৃত্যুতে স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।