যমুনায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু
চৌহালী প্রতিনিধি: যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার কে কে জোতপাড়া দাখিল মাদরাসার সহকারী নিজাম উদ্দিন সিকদার (৪৫) এর মরাদেহ উদ্ধার । সে সাবেক ইউপি সদস্য মৃত মোকছেদ আলীর ছেলে ও উপজেলার বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।
বুধবার দুপুর ২টার দিকে পশ্চিম জোতপাড়া বাড়ির পাশের যমুনা নদীতে এ ঘটনা ঘটে। পরিবার ও প্রত্যাক্ষদর্শী সুত্র জানান, বুধবার দুপুরের দিকে শিক্ষক নিজাম উদ্দিন পশ্চিম জোতপাড়া বাড়ির পাশে যমুনা নদীতে কাটা (জঙ্গল দেয়া) উঠিয়ে মাছ ধরতে ডুব দেয়। এসময় তার সাথে থাকা সহযোগীরা ডুব থেকে উঠলেও দীর্ঘ সময়েও নিজাম উদ্দিন উঠেনি পরে যমুনা নদী থেকে তার মরাদেহ উদ্ধার করেছে ডুবুরি দল । বিষয়টি জানাজানি হলে বিশাল আকৃতির ব্যাড় জাল কয়েক ঘন্টা ধরে নদীর বিভিন্ন অংশে খোঁজাখুজি করে স্কুল শিক্ষকের মরা দেহ উদ্ধার।
এ বিষয়ে খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান শহিদুর রহমান জানান, ১৫-২০ জনের একটি দল মাছ ধরতে দুপুরের দিকে নদীতে নামে। কাটা সরিয়ে মাছ ধরতে ডুব দিলে নিজাম আর উঠে আসেনি। তার পারিবারে স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রয়েছে। তার খোজে যমুনা পাড়ে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে ৷
এ ঘটনা শুনে দ্রুত সময়ে চৌহালী থানার ওসি রফিকুল ঘটনাস্থলে পৌঁছে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেন ৷ এ বিষয়ে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা: আফসানা ইয়াসমিন জানান, ঘটনাটি শুনেছি। যুমনায় নিখোঁজ শিক্ষককে উদ্ধারে নাগরপুর থেকে ডুবুরি দল ইতোমধ্যে ঘটনাস্থলে পৌছেছে।পরে ডুবুরি দল ওই স্কুল শিক্ষকের মৃতদেহ উদ্ধার করেছে ৷ মৃত্যু ব্যক্তির রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ৷