যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড ১৭৩৬ জনের মৃত্যু

বিদেশ : কভিড-১৯ মহামারি ইউরোপ মহাদেশের ইতালি, স্পেন, ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসসহ বিভিন্ন দেশে অসংখ্য প্রাণ কাড়ছে প্রতিদিন। একইসঙ্গে এটি রুদ্রমূর্তি ধারণ করেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে হু হু করে বাড়ছে প্রাণহানির ঘটনা। সেখানে একদিনে মৃত্যু হয়েছে ১৭৩৬ জনের। যা এখন পর্যন্ত কোনো একদিনে কভিড-১৯ রোগে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।

বুধবার এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, এর আগে ৪ এপ্রিল দেশটিতে করোনা ভাইরাসে ১৩৪৪ জনের মৃত্যু হয়েছিল। যা ছিল চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বের প্রায় সব দেশে ছড়িয়ে যাওয়া রোগটিতে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ৯৮ হাজার ৮০৯ জন। মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৮৪১ জনের। ১৮৪ দেশ ও অঞ্চলে ছড়িয়ে যাওয়া কভিড-১৯ রোগে বিশ্বজুড়ে শনাক্ত রোগীর সংখ্যা ১৪ লাখ ৩১ হাজার। এতে প্রাণ গেছে ৮২ হাজার মানুষের। আর চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ৩ লাখ ২ হাজার।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!