যুক্তরাষ্ট্রে এক মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু
বিদেশ : যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে। রোববার গত ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছে ৭৭৬ জন। গত এক মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে করোনায় এটিই সর্বনিম্ন মৃত্যু। ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ পরিসংখ্যান জানাচ্ছে, যুক্তরাষ্ট্রে করোনায় মোট মারা গেছে ৮০ হাজার ৭৮৭ জন। আর সবমিলিয়ে আক্রান্ত হয়েছে ১৩ লাখ ৬৭ হাজার ৬৩৮ জন।
দেশটিতে সুস্থ হয়েছে ২ লাখ ৫৬ হাজার ৩৩৬ জন। এখনও চিকিৎসাধীন রয়েছে আরও ১০ লাখ ৩০ হাজারের বেশি মানুষ। গত কয়েক সপ্তাহ থেকেই সেখানে মৃত্যুর মিছিল ঘোরাফেরা করছে হাজার থেকে ২৫০০-এর ঘরে।
বেশিরভাগ দিনই প্রায় ২০০০-এর কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে। সেই তুলনায় রোববারে মৃত্যুর সংখ্যা অনেক কম। ওইদিন মারা গেছে ৭৭৬ জন। আর নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২০ হাজার ৩২৯ জন।
Spread the love