যুক্তরাষ্ট্রে মুসলিমদের ওপর বোমা হামলার ষড়যন্ত্র
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে বোমা হামলার ষড়যন্ত্রের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সময় গতকাল বুধবার তাদের আদালতে হাজির করা হবে। গ্রেফতার চারজন হলো-এনড্রিও ক্রাইসেল (১৮), ভিনসেন্ট ভেট্রোমেইল (১৯), ব্রায়ান কোলানেরি (২০) ও ১৬ বছর বয়সী এক কিশোর। আটক হওয়াদের মধ্যে অন্তত তিন জন স্কাউট সদস্য বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, অভিযুক্ত চারজন স্থানীয় ইসলামবার্গে বোমা হামলার পরিকল্পনা করছিল। গ্রিসভিত্তিক একটি উগ্রপন্থী দলের সদস্য তারা। হামলার উদ্দেশ্যে ঘরে তৈরি তিনটি বোমা ছিল তাদের কাছে। এ ছাড়া তাদের কাছ থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ২০০৭ সালে রবার্ট ডগরাট নামের এক ব্যক্তি ইসলামবার্গের একটি মসজিদ আগুন দেওয়ার পরিকল্পনা করেছিলেন। এর দায়ে তাকে কারাদ- দেওয়া হয়।