যুবকের মরদেহ বহনের জন্য খাটিয়া দেয়নি গ্রামবাসী
ডেক্স: জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বক্তারপুর গ্রামের এক যুবকের মৃত্যু হয়েছে। ওই যুবকের মরদেহ বহনের জন্য খাটিয়া দেয়নি গ্রামবাসী। নিরুপায় হয়ে মরদেহ কাঁধে করে কবরস্থানে নিয়ে যায় বাবা ও দুই ভাই! সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এরইমধ্যে ছবিটি ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, খাটিয়া না পেয়ে ওই যুবকের মরদেহ কাঁধে করে কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছেন তিন ব্যক্তি। গ্রামবাসীর এমন অমানবিক আচরণে বিস্ময়, ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন নানা শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয়রা জানান, প্রায় ১০ দিন জ্বর ও শ্বাসকষ্টে ভোগার পর মঙ্গলবার রাত ৯টার দিকে নিজ বাড়িতে ওই যুবকের মৃত্যু হয়। এরপর বুধবার সকালে করোনাভাইরাস পরীক্ষার জন্য মৃতের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. শামসুদ্দিন বলেন, দোয়ারাবাজারে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৃত যুবকের নমুনা পরীক্ষার জন্য বুধবার সিলেট পাঠানো হয়েছে। এখনো রিপোর্ট আসেনি।