যুব সমাজকে ক্রীড়া প্রেমী হতে হবে-রেজাউল রহিম লাল

রফিকুল ইসলাম সুইট : পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল বলেছেন-প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ সকল ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন করেছে। ব্যাপক উন্নয়নের জন্য বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিগণিত হয়েছে।শিক্ষা ক্ষেত্রে উন্নয়নে ব্যাপক কর্মসুচী গ্রহন করা হয়েছে। খেলাধুলা নিয়ে সরকার নানা কর্মসুচী হাতে নিয়েছে যার ফলে বাংলাদেশ যুব ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে। ক্রীড়া শিক্ষার বিশাল অংশ। যুব সমাজকে মাদক থেকে দুরে থাকতে চাইলে ক্রীড়া প্রেমী হতে হবে।

বুধবার সকালে পাবনা দ্বীপচর ইউনুস আলী উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্কৃলের গভনিং বডির সভাপতি নওশের আলী মন্টুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান টিংকু, প্রধান শিক্ষক, আওয়ামী লীগ নেতা আনসার আলী, শিক্ষক আব্দুস সালাম প্রমূখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!